ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে চট্টগ্রামে কলেজ বন্ধ


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৪ মার্চ ২০১৬

ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষের পর চট্টগ্রামের বাকলিয়ার শহীদ এন এম এম জে কলেজ (নোমান কলেজ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিবাদমান ছাত্রলীগের আজমির গ্রুপের সঙ্গে তানজির গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪/৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ নিয়ে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে দেয়।

সিএমপির বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, পূর্ববিরোধের জের ধরে দুপুরে দু’দল ছাত্রের মধ্যে সংর্ঘষ হয়েছে। পুলিশ ত্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

জীবন মুছা/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।