জাবি খুলছে রোববার
শীতকালীন ছুটি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে রোরবার থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাবি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।
এছাড়া শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় বিভাগীয় ও প্রশাসনিক দফতর এবং বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ২১ ডিসেম্বর থেকে শুরু হবে।