তীব্র গরমে ছাতা নিয়ে অবরোধে নারী শিক্ষার্থীরা
গরমে ছাতা নিয়ে শাহবাগে নারী শিক্ষার্থীদের অবস্থান
তীব্র রোদ ও গরমের কারণে ছাতা নিয়ে শাহবাগ মোড় অবরোধে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ আসেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক হাজার নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শাহবাগ অবরোধের সময় তীব্র রোদ ও গরম থাকায় নারী শিক্ষার্থীদের ছাতা নিয়ে অবরোধে অবস্থান নিতে দেখা যায়।
মুহাইমিনা সুলতানা নামের এক নারী শিক্ষার্থী বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে এই আন্দোলনে এসেছি। রোদ-বৃষ্টি, হামলা-মামলা কোনকিছুকেই আমরা ভয় পাই না। বৈষম্যের অবসান করেই এখান থেকে বিদায় নেব।
এমএইচএ/এসআইটি/জিকেএস