কোটা আন্দোলনের কর্মসূচি আজকের মতো স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৬ জুলাই ২০২৪
কোটা সংস্কারের দাবিতে নেওয়া কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে নেওয়া কর্মসূচি আজকের মতো স্থগিত করে ক্যাম্পাস ত্যাগ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এখনো নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করছি। এরপর কী কর্মসূচি নেওয়া হবে সে বিষয়ে আমরা রাতে আলোচনা করে জানিয়ে দেবো।’

এমএইচএ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।