ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৬ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ একটি বিক্ষোভ মিছিল নিয়ে চাঁনখারপুল এলাকা দিয়ে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে।

এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা টিএসসি-ভিসি চত্বর হয়ে দ্রুত গতিতে নীলক্ষেত দিয়ে বের হয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মিছিল

এসসয় শিক্ষার্থীরা ‘আমার ভাই রক্তাক্ত কেন-প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে-সরকার সরকার’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এমএইচএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।