শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, ছাত্রলীগের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২৪
ছবি জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ। সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে অবস্থান করছেন।

তবে বিশ্ববিদ্যালয় প্রদেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা চলাচল করতে পারছেন। পরিস্থিতি বেশ থমথমে।

এদিকে শাহবাগ মোড়ে যানবাহন চলছে। বাধা দেওয়া হচ্ছে না। তবে অন্যান্য এলাকার রাস্তা বন্ধ থাকায় গাড়ি নেই।

আরও পড়ুন

এনএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।