কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, যানচলাচল বন্ধ

কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে শিক্ষার্থীরা
কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা মহাসড়ক নিয়ন্ত্রণে নিয়েছে আন্দোলনকারীরা। ফলে দুইঘণ্টা ধরে এ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে সদর উপজেলার বিন্নাটি মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে অবস্থা নিয়ে আন্দোলন শুরু করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এসকে রাসেল/এএইচ/জেআইএম