হানিফ ফ্লাইওভারে সংঘর্ষে গুলিতে যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৮ জুলাই ২০২৪
রাতে যাত্রাবাড়ীতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে/ছবি জাগো নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিয়াম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি গুলিস্তানে একটি ব্যাটারির দোকানের কর্মচারী ছিলেন।

বুধবার (১৭ জুলাই) দিনগত রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে চলে যান স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষে সিয়াম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নেওয়ার আগেই মারা যান। আমরা যাত্রাবাড়ী থানায় বিষয়টি অবগত করেছি।

জানা গেছে, রাতে দোকান থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন সিয়াম। পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

কাজী আল-আমিন/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।