ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাইপথে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র‌্যাব। যেখানে রয়েছে তিন হাজার ৭২০ কেজি জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা থ্রি-পিস ও শাড়ি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

ময়মনসিংহে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় ভারত থেকে চোরাইপথে আনা জিরা ও অন্যান্য পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে। পরে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হাবিবসহ আরও ২-৩ জন পালিয়ে যান। পরে তার বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে তিন হাজার ৭২০ কেজি জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা থ্রি-পিস ও শাড়ি জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য এক কোটি এক লাখ ১৫ হাজার ৮৬০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, দীর্ঘদিন ধরে এসব পণ্য চোরাইপথে এনে শুল্ক ফাঁকি দিয়ে মজুত করা হচ্ছিল। চোরাকারবারি চক্রকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।