এবার ময়মনসিংহে আজহারীর মাহফিল, ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী কক্সবাজার, যশোর, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম, পটুয়াখালী ও ঢাকার নবাবগঞ্জের পর এবার ময়মনসিংহে মাহফিলে অংশ নিতে যাচ্ছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মাহফিলে বক্তব্য রাখবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিল উপলক্ষে ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটতে পারে। এজন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ শুধু নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই মাঠসহ বিভিন্ন পয়েন্ট ৮-১০টি বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে। মাহফিল প্রস্তুতির কাজ প্রায় শেষপর্যায়ে। সমাগম কেন্দ্র করে তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক ওজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা থাকবে।

শহরের বাউন্ডারি এলাকার মো. আরাফাত হোসেন নামের এক তরুণ জাগো নিউজকে বলেন, উনার বয়ান শুনতে খুব ভালো লাগে। মাহফিলে হুজুরকে সরাসরি দেখতে পারবো, এজন্য ভালো লাগছে।

এবার ময়মনসিংহে আজহারীর মাহফিল, ব্যাপক প্রস্তুতি

নগরীর বড় মসজিদ মাদরাসার শিক্ষার্থী মো. জিহাদ জানান, মাহফিল শুরু হওয়ার আগেই অন্য শিক্ষার্থীরাও একসঙ্গে বয়ান শুনতে যাবে।

তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মু. কামুল হাসান মিলন বলেন, ধারণা করছি, ১০-১৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে বয়ান শুনতে আসবেন। সে বিষয় মাথায় রেখে মাঠ প্রস্তুতের কাজ চলছে।

আয়োজক আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি বলেন, এটি ময়মনসিংহের বিভাগীয় মাহফিল। জনসমাগম বাড়াতে যথেষ্ট প্রচারণা করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আশা করছি, কোনো ধরনের সমস্যা ছাড়াই মাহফিল শেষ হবে।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।