জমে উঠেছে খুলনার বইমেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বই প্রেমীদের ভিড়ে জমে উঠেছে খুলনার একুশে বই মেলা। মেলায় প্রতিদিনই বাড়ছে পাঠকের ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগমনে মুখরিত খুলনার বইমেলা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার বিভাগীয় গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত একুশে বইমেলা ঘুরে এ চিত্র দেখা গেছে।

আয়োজক কমিটি জানায়, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রকাশনী ও বই বিক্রেতারা স্টল নিয়েছেন। ১০০ এর মধ্যে ৮৫ স্টলে প্রতিদিন গড়ে আঠারশত থেকে দুই হাজার বই বিক্রি হচ্ছে। অপর ১৫ স্টল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।

জমে উঠেছে খুলনার বইমেলা

মেলায় আসা মোদাচ্ছির রহমান বলেন, প্রতিবছর মেলায় আসি। তবে এবার মেলা ঘুরে অন্য রকম ভালো লাগা কাজ করছে। অনেক স্টল, অনেক বই। ঘুরে ঘুরে দেখছি।

বিএল কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, আমার গোয়েন্দা সিরিজের বই পছন্দ। অনেক লেখকের বই আছে। অনেক রহস্যঘেরা গোয়েন্দা গল্পের বই খুজছি। মনে ধরলে কিনবো।

জমে উঠেছে খুলনার বইমেলা

ছাত্র জনতার মঞ্চে কথা হয় তাসফিকুল তাজের সঙ্গে। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লব নিয়ে এ মঞ্চে গ্রাফিতি আঁকা হয়েছে। নিহতদের কথা ভাবলে কষ্ট লাগছে। তাদের জীবনের বিনিময়ে ২৪ এর স্বাধীনতা পেয়েছি। গ্রাফিতির সঙ্গে ছবি তুলে রাখছি। ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে।

মেলা ঘুরে জানা যায়, এবারের মেলায় প্রতিনিয়ত বিক্রি বাড়ছে। তবে সন্ধ্যার পড়ে মেলা জমজমাট হয়।

জমে উঠেছে খুলনার বইমেলা

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, আজ মেলার দশম দিন। তবে গত শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় অনেক ভিড় ছিলো। প্রতিনিয়ত বই প্রেমীদের ভিড় বাড়ছে। খুলনার সাহিত্যিক, শিল্পমনা মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় আসছেন।

তিনি আরো বলেন, এবারের মেলায় ফ্রি পার্কিং ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। চারদিকে ১৬ সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারী করা হচ্ছে।

মো. আরিফুর রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।