সড়ক দুর্ঘটনায় আহত ১৫


প্রকাশিত: ০৪:০২ এএম, ২১ মে ২০১৬

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের করটিয়া বাইপাস নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কফিল উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। টাঙ্গাইল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

তিনি আরো জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে, বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।