বাসাইলের ৪ ইউপিতে প্রার্থী ২৪৬ জন
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৪ ইউনিয়নে প্রার্থী হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আরো ১০ জন।
ইতোমধ্যে উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ মেম্বার পদে ২৪৬ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৪ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে ৪ জন, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে ১ জন। এছাড়া ১০ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৪ জন আনারস, ৩ জন মোটরসাইকেল, ২ জন ঘোড়া ও ১ জন চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ৪২ জন ও সাধারণ সদস্য পদে ১৮৫ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। এ চারটি ইউনিয়নে আগামী ২৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ফুলকী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন মো. শাহীন তালুকদার (নৌকা) , বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সালাম খান (ঘোড়া), মো. সামছুল আলম (বিজু) (আনারস), মো. আমিনুল ইসলাম (মোটরসাইকেল) ও আব্দুর রেজ্জাক (চশমা) প্রতীক।
কাউলজানী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান চৌধুরী হবি (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু বকর সিদ্দিকী (ধানের শীষ), কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত মো. ওয়াজেদ আলী মিয়া (গামছা) ও স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন।
কাঞ্চনপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খান আদিল (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মো. এবিএম মাহমুদুল আলম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ ফারুক (আনারস) এবং মো. মামুনুর রশীদ খান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
হাবলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. খোরশেদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ নিজামুল ইসলাম রূপম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী খন্দকার আরিফুল ইসলাম নাজির (আনারস), মো. আলী আজম (ঘোড়া) এবং মো. মেহেদী হাসান মিয়া (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, তফশিল ঘোষণার পর হাইকোর্টের নির্দেশে উপজেলার কাশিল ইউনিয়নে সকল প্রকার নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সীমানা জটিলতার কারণে বাসাইল সদর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না।
আরিফ উর রহমান টগর/এসএস/পিআর