রোয়ানু : সাতক্ষীরায় মাইকিং করে সতর্কতা জারি


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২১ মে ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করেছে প্রশাসন। এসময় বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে অবস্থানরত মাছধরা ট্রলার ও জেলেদের নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশও দেয়া হয়।

জেলা প্রশাসনের অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি ও শ্যামনগর উপজেলার প্রত্যেকটি মসজিদে মাইকিং করে সতর্ক করা হয়েছে। দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৪ হাজার স্বেচ্ছাসেবক। এছাড়াও সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল কারার পাশাপাশি সাইক্লোন শেল্টারগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন জানান, রোয়ানু মোকাবেলায় জেলার সকল সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর- ০৪৭১-৬৩২৮১ ও ০৪৭১-৬২৩১৭ এবং মোবাইল নম্বর- ০১৯১৫-৪২৭৫৩৩।
 
এদিকে, বৃহস্পতিবার থেকে সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে বৃষ্টির মাত্রা বেড়েছে। শনিবার বেলা ১১টা পর্যন্ত জেলার কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।