ময়মনসিংহে ২৪৪ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহে ২৪৪ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড় সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ গ্রামের সুরুজ আলীর ছেলে মো. বাচ্চু মিয়া ওরফে মোহাম্মদ জুনাইদ ইসলাম (৩৮) ও মো. টিপু সুলতান (২৭)।

ময়মনসিংহ র্যাব-১৪ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করেন। তবে ভালোবাসা দিবসকে টার্গেট করে নির্দিষ্ট ক্রেতাদের কাছে বেশি পরিমাণ বিক্রির জন্য মোটরসাইকেলে বহন করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন দুই ভাই। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা আরও বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/ইএ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।