বসতঘরে বিদেশি মদ রেখে বিক্রি, র‌্যাব দেখে পালালেন কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহের ভালুকায় বসতঘরে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব। এসময় দৌড়ে পালিয়ে যান মাদক কারবারি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কাশর এলাকার হারুন মিয়া (৪৫) তার বসতঘরে দীর্ঘদিন ধরে মাদক রেখে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান মাদক কারবারি হারুন। পরে তার কক্ষ তল্লাশি করে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, ওই কক্ষে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ মাদক রেখে বিক্রি করা হতো বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযানের আগে অনেক বিদেশি মদ বিক্রি হয়ে যাওয়ায় কম পরিমাণ জব্দ হয়েছে। মাদক কারবারি হারুন পালিয়ে গেলেও তাকে দ্রুত গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, হারুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন। তার সঙ্গে মাদক ব্যবসায় যারা জড়িত, তাদেরকেও শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।