বীরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে আহত : স্বামী পলাতক


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২৩ মে ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে মোছা. বুলবুলি খাতুন (৩২) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেছে পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে স্বামী মো. রিপন ইসলাম (৪২) পলাতক রয়েছেন। রোববার রাত ৩টায় শতগ্রামে এ ঘটনা ঘটে।

বুলবুলি খাতুন উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম এলাকার মো. নুরুল ইসলামের মেয়ে।

বুলবুলির বাবা মো. নুরুল ইসলাম জানান, প্রায় ১২ বছর আগে ঢাকায় গার্মেন্টেসে কাজ করতে গিয়ে বরিশালের মো. রিপন ইসলামকে ভালবেসে বিয়ে করে বুলবুলি। বিয়ের পর থেকে মেয়ে-জামাই আমার কাছে থাকে। বেশ কিছু ধরে কারণে অকারণে তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই আছে। রোববার রাত আনুমানিক ৩ টায় বুলবুলির হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে বন্ধ করার পর এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে পালিয়ে যায় রিপন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে ভর্তি করা হয়।

শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।