ভারত সরকার গরু পৌঁছে দেবে : কর্নেল ইকবাল


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৪ মে ২০১৬

সীমান্ত আপরাধ নির্মূলে ভারতে গরু আনতে বাংলাদেশ থেকে রাখাল পাঠানো বন্ধ করতে হবে। সীমানা অতিক্রমের মধ্য দিয়ে আইন লঙ্ঘিত হয়। ফলে এদেশের রাখালরা ভারতে আটকা পড়ে এবং বিএসএফের দ্বারা নির্যাতনের শিকার হতে হয়। এমনকি প্রাণ দিতে হয়।

দেবহাটার টাউনশ্রীপুর এলাকায় মঙ্গলবার বিকেলে সীমান্ত অপরাধ নির্মূলে জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা এখন থেকে ভারতের গরু আনার জন্য রাখাল পাঠানো বন্ধ করুন দেখবেন ভারত সরকার আপনারদের কাছে গরু পৌঁছে দেবে। ভারতের গরু বাংলাদেশে পাঠানো তাদের বেশি প্রয়োজন।

টাউনশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় নীলডুমুর ৩৪ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মাকছুদ আহমদ পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাগত অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, কালিগঞ্জ সার্কেলের এএসপি মীর মনির হোসেন, মেজর আনিছুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন।

এ সময় সাংবাদিক, সুধীজন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।