নোয়াখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৫ মে ২০১৬

ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ নির্বাচন বর্জন করেছেন।
     
বেলা সাড়ে ১১টার সময় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের মাইজদীস্থ রশিদ কোলোনীর বাসায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সহিদ উল্যা খান সোহেলের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে নেয় এবং সকাল থেকে কেন্দ্রগুলোতে তার এজেন্ট দিতে বাধা দেয়।

প্রহসনের এ নির্বাচনে স্থানীয় প্রশাসনকে দায়ী করে তিনি পুনরায় পৌর নির্বাচন দেয়ার দাবি জানিয়ে নির্বাচন বর্জন করেন।

এসময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।