হঠাৎ আগুনে পুড়লো ময়মনসিংহের তিন একর বনাঞ্চল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৫ মার্চ ২০২৫

ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন একর বনভূমি পুড়ে গেছে।

সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার বিষয়টি জানতে পারেন বনবিভাগের কর্মীরা। পরে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান।

হঠাৎ আগুনে পুড়লো ময়মনসিংহের তিন একর বনাঞ্চল

তিনি জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ করেন। রাত সোয়া ৯টার দিকে বনের আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে। তবে মনে হচ্ছে, কেউ হচ্ছে করে আগুন লাগিয়েছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীন চানপুর এলাকায় আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মীরা। পরে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। বনাঞ্চলে বেতগাছের ভেতর দিয়ে শুকনা পাতায় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে দেওয়া হয়। খবর দিলে আগুন লাগার সোয়া তিন ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হঠাৎ আগুনে পুড়লো ময়মনসিংহের তিন একর বনাঞ্চল

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের ভালুকার আঙ্গারগারা বিটের কর্মকর্তা মো. মাজহারুল হক জাগো নিউজকে বলেন, সংরক্ষিত বনাঞ্চলটির গজারি ও সেগুনগাছের নিচে বেতবাগানসহ বিভিন্ন ছোট গাছ ছিল। বনাঞ্চলে শুকনো পাতার স্তর ছিল। পাতার মধ্যে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসকে দেরিতে খবর দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভেবেছিলাম নিজেরাই নেভাতে সক্ষম হবো। আগুন নেভাতে গিয়ে আমাদের চারজন কর্মী আহত হয়েছেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

হঠাৎ আগুনে পুড়লো ময়মনসিংহের তিন একর বনাঞ্চল

তিনি আরও বলেন, বনের ক্ষতি করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হয়েছে। আগুনে অন্তত তিন একর বনভূমির বেতবাগান ও ছোট গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ মার্চ) থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

কামরুজ্জামান মিন্টু/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।