ধান ক্রয় ও ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ মে ২০১৬

কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও বোরো ধানের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সদর উপজেলার তুজলপুর কৃষক ক্লাব এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের কাছে এই স্মারকলিপি তুলে দেন।
 
স্মারকলিপিতে বলা হয়েছে, বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে কৃষকরা। সম্প্রতি সরকার ২৩ টাকা দরে মোটা চালের ধান ক্রয় শুরু করেছে। কিন্তু তা সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হচ্ছে না।

বোরো ধানের ন্যায্যমূল্য দান ও সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় নিশ্চিতের দাবি জানানো হয় এ স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানকালে তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন, জাহাঙ্গীর হোসেন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সমন্বয়ক আসাদুল ইসলাম ও গবেষক শাহীন ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের বিষয়টি তদারকির আশ্বাস প্রদান করেন।

আকরামুল ইসলাম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।