রাজশাহীতে অতিরিক্ত ভাড়া রোধে বিআরটিএর অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০২ এপ্রিল ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া রোধে রাজশাহীর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২ এপ্রিল) দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত ভাড়া আদায় রুখতে কয়েকটি কাউন্টারের ম্যানেজারদেরকে সতর্ক করা হয়।

রাজশাহীতে অতিরিক্ত ভাড়া রোধে বিআরটিএর অভিযান

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রক্যেতটি বাসে ভাড়া প্রদর্শন করে চার্ট টানানো থাকবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। বাস কাউন্টারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

তিনি আরও জানান, বাস কাউন্টারেগুলোতে বিভিন্ন রুটের বিআরটিএ নির্ধারিত ভাড়ার চার্ট টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই চার্ট দুপুরের মধ্যে না টানানো হলে আমাদের মনিটরিং টিম সেগুলো দেখবে ও পুনরায় অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাখাওয়াত হোসেন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।