সাতক্ষীরার হিমসাগর-ল্যাংড়া দেশ পেরিয়ে বিদেশে


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৭ মে ২০১৬

সাতক্ষীরার আম দেশ পেরিয়ে এখন বিদেশ। ইতালি, জার্মানি ও ইংল্যান্ডের বাজারে বিক্রি হচ্ছে সাতক্ষীরার হিমসাগর ও ল্যাংড়া আম। যদিও এ বছর জেলায় আমের ফলন ভালো হয়নি।

satkhira-mango

কারণ হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, এক বছর আমের ফলন ভালো হলে পরের বছর ফলন কম হয়। যেহেতু গত বছর জেলায় আমের ফলন ভালো হয়েছিল, সে কারণে এ বছর আমের ফলন খুব একটা ভালো হয়নি।

satkhira-mango

তিনি আরো জানান, সাতক্ষীরার আম এ বছর ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সপোর্ট ব্যবসায়ী ইসলাম গ্রুপ এন্টারপ্রাইজ ও ন্যানো কোম্পানি আম নিয়ে যাচ্ছে বিদেশে। তালিকাভুক্ত যে সব আম চাষিরা নিয়ম মাফিক পরিচর্যা করে আম উৎপাদন করেছেন শুধুমাত্র তাদের কাছ থেকেই এ আম ক্রয় করা হচ্ছে। এ পর্যন্ত ১০ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়েছে। রফতানির পরিমাণ আরো বাড়বে বরেও আশা প্রকাশ করেন তিনি।

satkhira-mango

তালিকাভুক্ত আমচাষি আকবর আলী জানান, চুক্তিবদ্ধ হয়ে রফতানির শর্ত মেনে উৎপাদিত এসব আম মন প্রতি তিন হাজার একশ টাকায় বিক্রি করছি কোম্পানির কাছে। কৃষি কর্মকর্তারাও সার্বক্ষণিক মনিটরিং ও পরামর্শ দেন। দাম বেশি পেয়ে আমরা খুশি। এ বছর আমার বাগানের দুই মেট্রিক টন আম রফতানি হয়েছে। আশা করছি আগামী বছর ফলন ভালো হলে বেশি রফতানি করতে পারবো।

আকরামুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।