সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে তিন জেলে অপহরণ


প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৭ মে ২০১৬

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামুন্দা নদী সংলগ্ন গোলাখালী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করা হয়েছে। বনদস্যু জাহাঙ্গীরবাহিনী বৃহস্পতিবার গভীর রাতে জেলেদের অপহরণ করে।

অপহৃত জেলেরা হলেন- কৈখালী গ্রামের জব্বার গাজীর ছেলে সাত্তার গাজী (৪০), ধুমঘাট গ্রামের আজগরের ছেলে কওছার (৪১) ও পাশ্বেখালী গ্রামের আজিমউদ্দীনের ছেলে আজিবর রহমান (৩০)।

টেংরাখালী গ্রামের আজিজুল ঢালী জানান, সুন্দরবনের গহীনে মামুন্দা নদীতে মাছ ধরার সময় জাহাঙ্গীরবাহিনী জেলেদের দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। মুক্তিপণের টাকা আগামী চারদিনের মধ্যে না দিলে জেলেদের হত্যার হুমকি দেয়া হয়েছে।

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

আকরামুল ইসলাম/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।