নরসিংদীতে কাভার্ড ভ্যানচাপায় কিশোর নিহত


প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৯ মে ২০১৬

নরসিংদী পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড়ে কাভার্ড ভ্যানচাপায় শান্ত সূত্রধর (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত পৌর শহরের বানিয়াছল এলাকায় থাকতো।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ট্রাকচালক কুষ্টিয়ার আব্দুল আলীর ছেলে সাহেব আলী (৪২) ও তার সহকারী আলতাফ (৪৫)।

পুলিশ জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে সোহেল ট্রেডিংয়ের একটি কাভার্ড ভ্যান বাঞ্ছারামপুর থেকে নরসিংদী অফিসে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি সোহেল ট্রেডিংয়ের মূল কার্যালয়ের সামনে এসে লোকমান চত্বরের উপর উঠিয়ে দেয়। ওই চত্বরের সীমানা প্রাচীর ভেঙে একটি রিকশাকে চাপা দেয় কাভার্ড ভ্যানটি। এতে নিহত হয় শান্ত।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন শান্তকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সঞ্জিত সাহা/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।