প্রশাসনকে মৃত ঘোষণা করে ববি শিক্ষার্থীদের কফিন মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:২২ এএম, ০১ মে ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মৃত ঘোষণা করে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় ভিসি ড. শুচিতা শরমিনের ব্যর্থতার উপাখ্যান ও শিক্ষার্থীদের হাহাকার সংবলিত লিফলেট বিতরণ করেন তারা।

বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা মহাসড়কের সামনে কফিন রেখেছি, কারণ আমরা চার দফা দাবি নিয়ে সুশৃঙ্খল আন্দোলন করছিলাম। কিন্তু ভিসির নির্দেশে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে জিডি করা হয়েছে। এই অথর্ব প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে মামলা দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করছে। আমরা মনে করি, এ প্রশাসন মৃত।’

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চার দফা যৌক্তিক দাবি প্রশাসনকে জানালে তারা এখন অবধি কোনো পদক্ষেপ নেয়নি। বরঞ্চ স্বৈরাচার ভিসি এই আন্দোলনকে দমানোর জন্য ২২ জন শিক্ষার্থীর নামে জিডি করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং স্বৈরাচার মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এবং প্রশাসনের নিস্তব্ধতার কারণে এই কফিন মিছিলের আয়োজন করেছি।

গত কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসির করা জিডি প্রত্যাহার ও ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শাওন খান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।