সাভারে ৭১ টিভির সাংবাদিকের ওপর হামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৮ মে ২০২৫

সাভারে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনের (৪২) ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার মসজিদের সামনে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন সাভারের উত্তর চাপাইনের লালটেক এলাকার মো. জামাল হোসেনের ছেলে। তিনি ৭১ টিভির চিত্র সাংবাদিক হিসেবে সাভারে কর্মরত রয়েছেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫) ও হৃদয় (২০)। এছাড়া মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২) ও জনি (২০), মুসা (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা অপকর্মের অভিযোগ ছিল অভিযুক্তদের বিরুদ্ধে। এসব কাজের তথ্য সংগ্রহ করছিলেন উজ্জ্বল হোসেন, এমন অভিযোগের ভিত্তিতে তার ওপর হামলা চালায় তারা। বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো চিত্র গ্রহণের কাজে বাসা থেকে বের হয়ে সড়কে উঠলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত উজ্জ্বল জানান, অভিযুক্তরা আওয়ামী লীগের সময় থেকে এখন পর্যন্ত নানা ধরনের অপকর্ম করে আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। দেশের পট পরিবর্তন হলেও তারা এখনও পরিবর্তন হয়নি। তারা অপরাধমূলক কর্মকাণ্ড আগের মতোই পরিচালনা করছে। আমি তাদের বিরুদ্ধে তথ্য নিচ্ছি এমনটি জেনেই তারা আমার ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আমি এর বিচার চাই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই সাংবাদিকের অবস্থা গুরুতর নয়। আমরা তদন্ত করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।