বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে তৈরি হচ্ছিলো মানহীন সেমাই

ময়মনসিংহের গৌরীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ মে) বিকেলে চুড়ালি বিষকা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ অভিযান পরিচালনা করেন।
ওই কারখানার মালিক আব্দুল ওহাব। তিনি দুই বছর যাবত সেমাই তৈরি করে বাজারজাত করছিলেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন নেওয়া হয়েছে কারখানাটির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির বিষয়টি জানতে পেরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। কারখানায় গিয়ে এর সত্য পাওয়া যায়। কারখানার ভেতরে প্রবেশ করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই তৈরি হচ্ছে। এই সেমাই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/