বরিশালে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২০ মে ২০২৫
ফাইল ছবি

বরিশালে ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের স্বরূপ গাজীর ছেলে সোহাগ গাজী ও সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ২০১২ সালের ১০ অক্টোবর রাতে এক তরুণীকে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। সাক্ষ্যগ্রহণসহ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।