বজ্রপাতে প্রাণ গেলো শিশুসহ দুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩১ মে ২০২৫
প্রতীকী ছবি

ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গেছে দুটি গরু।

শনিবার (৩১ মে) দুপুরে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের ক্বারী মো. হযরত আলীর ছেলে সোহাগ মিয়া (৩২) ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে মো. সাইদুল হক (১২)। এরমধ্যে সোহাগ মিয়া কৃষিকাজসহ গরু লালন-পালন করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দক্ষিণ লামকাইন গ্রামে ব্রহ্মপুত্র নদের চরে গরুকে ঘাস খাওয়াতে যান সোহাগ মিয়া। দুপুর দেড়টার দিকে একটি গাভি ও একটি বকনা বাছুর নিয়ে তিনি বাড়ি ফিরছিল এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ। এসময় সঙ্গে থাকা গরু দুটিও মারা যায়।

অন্যদিক, একই সময়ে বাড়ির পাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে খেলা করছিল শিশু সাইদুল হক। এসময় বজ্রপাতে অচেতন হয়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম এবং ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা্ নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।