গোয়ালন্দে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৩ জুন ২০১৬

রাজবাড়ীর গোয়ালন্দে বাস-মাহেন্দ্র সংঘর্ষে মোশাররফ মুন্সি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে
দৌলতদিয়া-খুলনা সড়কে এ ঘটনা ঘটে। এসময় অন্তত আরো পাঁচজন আহত হন।

নিহত মোশাররফ মুন্সি সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রসরা গ্রামের মেহেরুল্লাহ মুন্সির ছেলে।

আহতরা হলেন, সদর উপজেলার উদয়পুর ইউনিয়নের গাবলা গ্রামের ইদ্রিস খান (৪৫) ও তার স্ত্রী হাসিনা (৪০), আলিপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের আমেনা (৪৫) বসন্তপুর এলাকার জয়গন (৪০) ও মজলিশপুর এলাকার নজরুল ইসলাম (৩২)।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চালক পালিয়ে গেলেও বাসটি দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আটক করা হয়েছে।

রুবেলুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।