কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে ‘পেটালেন’ বিএনপি ও ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৩ জুন ২০২৫

বরিশালের হিজলা উপজেলায় কৃষি অধিদপ্তরের এক কর্মকর্তাকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) রাত ৯টার দিকে উপজেলার টেকেরবাজার বাজারে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী রাতেই হিজলা থানায় মামলা করেন।

তিনি অভিযোগ করেন, হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান (৫০) ও তার ছেলে হিজলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসান হামলা করেছেন।

বিজ্ঞাপন

হামলার শিকার ফখরুল ইসলাম উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।

তিনি বলেন, হিজলা উপজেলায় প্রণোদনায় নারিকেল চারা বিতরণ করা হয়। বিএনপি নেতা গিয়াস দেওয়ান একটি নামের তালিকা দেন এবং তালিকা অনুযায়ী চারা বিতরণ করতে বলেন। কিন্তু শ্রেণিবিন্যাসে তারা প্রণোদনার চারা পাওয়ার উপযুক্ত নন। এ কারণে তাদের চারা দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হন গিয়াস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রোববার রাত ৯টার দিকে টেকেরবাজার থেকে অফিসের কাগজপত্র ফটোকপি করে ফিরছিলাম। এ সময় গিয়াস ও তার ছেলে জিসানসহ ৪-৫ জন আমার পথরোধ করেন। পরে একটি চায়ের দোকানে নিয়ে বাঁশ দিয়ে পেটান। তারা আমাকে মেরে রক্তাক্ত করেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। তার নির্দেশে রাতেই হিজলা থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত গিয়াস দেওয়ান সাংবাদিকদের বলেন, হামলার সঙ্গে আমরা জড়িত নই। কে বা কারা কৃষি কর্মকর্তার ওপর হামলা করে তাদের ওপর দোষ চাপিয়েছে।

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেন, গিয়াস দেওয়ান ও তার ছেলে কৃষি কর্মকর্তা ফখরুলের ওপর হামলা করেছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিষয়টি দলের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ফখরুল ইসলামের লিখিত অভিযোগ তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শাওন খান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।