রাজশাহীতে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ জুন ২০২৫

রাজশাহীর বাগমারায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী শিশুকে (৭) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ জুন) দিনগত রাতে ওই শিশুকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ড. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিনগত রাত ৩টার দিকে ওই শিশুকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তির নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে সেখানে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যেহেতু মেয়েটি বাকপ্রতিবন্ধী, তাই কিছু বলতে পারছে না। সে কারণে কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।