অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন এসআই, পরে ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ১৯ জুলাই ২০২৫
এসআই মাহবুব হোসেন শিমুল

নারী কেলেঙ্কারির অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) নগরীর বেলস পার্কে এক নারীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন এসআই মাহবুব। তাদের একসঙ্গে দেখে এ নিয়ে কথা-কাটাকাটি হয় ওই নারীর স্বামীর। এ ঘটনার ভিডিও ধারণ করে কিছু প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ওসি নাজমুল নিশাত বলেন, নারীঘটিত ঘটনার অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাতে এসআই মাহবুবকে ক্লোজ করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।