ব্যবসায়ী হত্যা: ২৩ বছর পর ছয় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২১ জুলাই ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ের আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগর গ্রামের বাসিন্দা রমজান আলী, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের বাসিন্দা আব্দুছ সালাম।

নিহত নূরুল হক ওরফে আশরাফ আলী সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান-চালের ব্যবসা করতেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৯ জুলাই ব্যবসার কাজে মনতলা বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন নূরুল হক। এদিন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। এমতাবস্থায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

নিখোঁজের পরদিন মনতলা ব্রিজ সংলগ্ন একটি কলা বাগানে নূরুল হকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিনই নিহতের স্ত্রী নাসিমা খাতুন মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এ বিষয়ে ময়মনসিংহের আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান বলেন, মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে ৯ জন অভিযুক্ত হন। তবে মামলা চলাকালীন ৩ আসামি মারা যান। শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অন্য ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।