ময়মনসিংহে এনসিপির পদযাত্রা, বিপুল জনসমাগমের আশা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৭ জুলাই ২০২৫

ময়মনসিংহে সোমবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এ উপলক্ষে রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় নগরীর টাউন হলে সংবাদ সম্মেলন করেছে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি।

এসময় জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির নেতারা জানান, সোমবার দুপুর দুটা থেকে ময়মনসিংহের জেলা-উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা টাউন হলে উপস্থিত হবেন। বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি শহরের শহীদ সাগর চত্বরে গিয়ে আবারও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হবে। পদযাত্রায় অংশ নেবেন সব শ্রেণীপেশার মানুষ। এছাড়া জুলাই আন্দোলনে নিহত দুই শহীদের কবর জিয়ারত করবেন কেন্দ্রীয় নেতারা। তখন উপস্থিত থাকবেন শহীদদের পরিবার। পরে টাউন হলে সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ জেলার সদস্যসচিব ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের সদস্য আলী হোসেন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বিপুল মানুষ পদযাত্রা ও সমাবেশে উপস্থিত হবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা নেই।

এসময় জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সাকিবুল হাসান ও ‎আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।