যান্ত্রিক ত্রুটি
রাজশাহী রেলগেটে আটকা পড়েছে মালবাহী ট্রেন
রাজশাহী রেলগেট এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি মালবাহী ট্রেন আটকা পড়েছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালবাহী ট্রেনটি রেলগেট এলাকায় আটকা পড়ে।
রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, সন্ধ্যায় রহনপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালবাহী ট্রেনটি রেলগেটে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। ট্রেনটির ব্রেক চাকার সঙ্গে আটকে গেছে। এটি কাজ করছে না। ট্রেনটি দ্রুত উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, এটি উদ্ধার হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতে পারে। তবে এটি হচ্ছে না। আমরা দ্রুত উদ্ধারের চেষ্টা করছি। আশা করছি দ্রুত উদ্ধার করতে পারবো। ট্রেন উদ্ধার না করতে পারলে ঢাকা- চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা ট্রেন আটকা পড়বে।
এদিকে ট্রেন আটকা পড়ার কারণে নগরীর রেলগেট এলাকার রোড বন্ধ থাকায় শহরে ব্যাপক যানজট দেখা দিয়েছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম