হাতকড়া নষ্ট, খুলে পালানোর চেষ্টা আসামির
রাজবাড়ীতে আদালত চত্বর থেকে প্রিজনভ্যানে ওঠানোর সময় হাতকড়া খুলে পালানোর চেষ্টা করেছেন আব্দুর রশিদ জোয়াদ্দার নামের হত্যা মামলার এক আসামি। এসময় স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আসামি আব্দুর রশিদ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ইউসুফ জোয়াদ্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের হাজতখানা থেকে আসামিদের জেলখানায় নেওয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলা হচ্ছিল। এসময় হত্যা মামলার আসামি আব্দুর রশিদ জোয়াদ্দার হাতকড়া খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয় দোকানি কামাল ও রুহুল আমিনসহ জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, হাতকড়া নষ্ট থাকায় আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে পুলিশ তৎপর থাকায় পালাতে পারেননি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হননি। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর মাদক সেবনের টাকা না দেওয়ায় বন্যা (৩০) নামের দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা করেন রশিদ জোয়াদ্দার। ঘটনার পরদিন গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলপাড়ার হানু প্রামাণিকের ছেলে (নিহতের ভাই) সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরে রশিদ জোয়াদ্দারকে গ্রেফতার করে পুলিশ।
রুবেলুর রহমান/এসআর/এমএস