টানা বৃষ্টিতে বিপর্যস্ত খুলনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৯ জুলাই ২০২৫

দুইদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। ফলে খেটে খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে। মার্কেট-বাজারেও ক্রেতা কম। মার্কেট-বাজার খুলছে বেলা করে।

সোমবার ও মঙ্গলবার (২৯ জুলাই) বৃষ্টির কারণে খুলনার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রিকশাচালক জামশেদ মিয়া বলেন, ‘সোমবার সকাল থেইকা বর্ষা হইতেছে। সেরকম ট্রিপ পাই নাই। ভিজে ভিজে সারাদিন রিকশা চালাইছি। লোকজন রাস্তায় খুব কম। এক বেলা বইসা থাকলে আমাগে ঘরে বাজার যাইবো না। এজন্য বৃষ্টি হইলেও রিকশা নিয়া বাহির হইছি।’

নতুন বাজারের সবজি ব্যবসায়ী শামসু কাজী বলেন, ‘বাজারে খদ্দের নাই কোন। সকাল থেকে ২০০ টাকার বেচাকেনাও হয় নাই। বৃষ্টি হলে লোকজন ঘর থেকে বাহির হতে চায় না।’

কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাহানা আক্তার বুলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় ছাতা নিয়ে বের হয়েছি। নইলে এমন বৃষ্টিতে বের হতাম না।‘

ডাকবাংলো মার্কেটের পাদুকা ব্যবসায়ী শেখ তৌহিদ আহমেদ বলেন, ‘সোম আর মঙ্গলবার দোকানে কোনো কাষ্টমার নাই। দিনব্যাপী বৃষ্টি হওয়ায় ক্রেতা নেই মার্কেটে। বেচাকেনা কম হলে মাস শেষে জটিলতায় পড়তে হয়।’

ইজিবাইক চালক আক্কাস আলী বলেন, ‘বৃষ্টির সময় যাত্রীদের চাপ কম থাকে। মানুষ বাসা থেকে দেরি করে বের হয়। এজন্য যাত্রীর অভাবে বিভিন্ন পয়েন্টে বেকার বসে থাকতেও হয়।’

ট্রান্সপোর্ট ব্যবসায়ী বেলাল হাওলাদার বলেন, ‘বৃষ্টি কারণে দূরের ট্রিপ নাই। ড্রাইভার, হেল্পার- শ্রমিকরা কাজ না থাকায় অলস সময় বসে আছেন।’

তিনি আরও বলেন, পাইকার ব্যবসায়ীরা বৃষ্টির কারণে দূর-দূরান্তে মালামাল পাঠাচ্ছেন না।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৪ মি.মি. বৃষ্টি হয়েছে এবং মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩৮ মি.মি. বৃষ্টি হয়েছে।

আরিফুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।