শেবাচিম
হাসপাতালের অব্যবস্থাপনা দূর করাসহ ৩ দাবিতে বিক্ষোভ
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে মরদেহ নিয়ে প্রতীকী মিছিল করেছে ছাত্র-জনতা।
শনিবার (২ আগস্ট) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি সদর রোডসহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের স্লোগানে শেবাচিমকে ‘দুর্নীতি ও অনিয়মের আঁতুড়ঘর’ হিসেবে আখ্যায়িত করা হয়।
এসময় বিক্ষোভকারীরা বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসা নিতে গেলে তাকে পদে পদে হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের অবকাঠামো, দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সর্বক্ষেত্রে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এ অবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করতে গত পাঁচদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। ষষ্ঠ দিনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও প্রতীকী মরদেহ নিয়ে মিছিল বের করা হয়েছে।
আন্দোলনকারী ছাত্র-জনতার পক্ষ থেকে নাভিদ ইসলাম জানান, জরুরি বিভাগে অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। তবে তাদের ট্রলি ব্যবহারের নামে হয়রানির শিকার হতে হয়। চিকিৎসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে আন্দোলনরতদের চাপের মুখে সংশ্লিষ্টরা তড়িঘড়ি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শাওন খান/আরএইচ/জেআইএম