খুলনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০১:০০ এএম, ০৪ আগস্ট ২০২৫
ছবিতে আল আমিন

খুলনায় আল আমিন (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পেশায় একজন মাছের ঘের ব্যবসায়ী।

রোববার (৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা বণিকপাড়ার খানাবাড়ি সড়কে তাকে গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিন (২৮) দৌলতপুর মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার বাসিন্দা সাহেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার পল্লবের বাড়ির পাশের রাস্তায় আল আমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার গলায় গভীর কোপের চিহ্ন ছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

আরিফুর রহমান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।