নজরুল ইসলাম খান

৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপিকে নির্বাচিত করতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৬ আগস্ট ২০২৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করতে হলে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। সেজন্য নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে।’

বুধবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গণে জুলাই-আগস্ট বিপ্লবের বর্ষপূর্তির বিজয় মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিগত সরকার মানুষকে নিপীড়ন করেছে। ওই সরকারের আমলে কারও ব্যবসা নষ্ট হয়েছে। কারও চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ জেল খেটেছেন, কেউ পালিয়ে বেড়িয়েছেন। তারপরও ভয়ে কেউ রাজপথ পরিত্যাগ করেন নাই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকেছেন। সে কারণে ২০২৪ এর জুলাই-আগস্টে আন্দোলন সফল হয়েছে। জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত রোগমুক্তির প্রার্থনা করি।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা গুম খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বন্দি হয়েছেন, যারা নিপীড়ন হয়েছেন, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’

৩১ দফা বাস্তবায়নের জন্য বিএনপিকে নির্বাচিত করতে হবে

তিনি আরও বলেন, ‘এ দেশে অনেক মা তার সন্তান হারিয়েছেন। সেই মায়েদের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ লড়াইয়ের সময় তিনি পুত্রকে হারিয়েছেন। এ লড়ায়ে অনেক ভাই তার ভাইকে হারিয়েছেন, সেই ভাইদের একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লড়াইয়ের সময় অনেকে কারাবন্দী হয়েছেন, তাদের মধ্যে অন্যতম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা অভিযোগে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা করে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা স্বৈরাচার- ফ্যাসিবাদ শাসকের পতনের জন্য আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম- ফ্যাসিবাদের পতনের পর নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা পাবে। এর আগেও সরকারের পতন হয়েছে, হাসিনার মতো কেউ পালিয়ে যায়নি।’

ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক হয়ে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হান্নান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।