নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৫০ এএম, ০৭ আগস্ট ২০২৫
আটক শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলামকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি এসপি অফিসে রয়েছেন।

বুধবার (৬ আগস্ট) রাত ১১ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। যার কারণে তাকে এসপি স্যার ডেকে নিয়েছেন। তার বিরুদ্ধে গোয়েন্দাদের অসংখ্য অভিযোগ রয়েছে।

জানা গেছে, আটক এস এম আসলাম শ্রমিকদলের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি পদেও রয়েছেন।

মো. আকাশ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।