প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৪ আগস্ট ২০২৫

শরীয়তপুরের নড়িয়ায় ওমান প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৩০ হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার বসতবাড়ি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিলো। দুপুরে ওই ঘরে অভিযান চালানো হয়। এসময় পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০ হাত বোমা উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা চালাতে না পারে, সেজন্য পুলিশের তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

বিধান মজুমদার অনি/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।