অপহরণের পর মুক্তিপণ দাবি, তিনদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৯ আগস্ট ২০২৫

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্র তামিম তালুকদারের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুক্তিপণের দাবিতে পরিকল্পিতভাবে অপহরণের পর তাকে হত্যা করার অভিযোগ উঠে। এ ঘটনায় তুহিন শেখ (৩২) ও আমিরুল ইসলাম (২৫) নামে দুজনকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামের একটি জমির আইলে আবর্জনার নিচে চাপা অবস্থায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তামিম উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গাপোলদী গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে। সে স্থানীয় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শুক্রবার বিকেলে তামিম ঘুরতে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের পক্ষ থেকে তামিমের খোঁজ শুরু করলে একপর্যায়ে তুহিন শেখের মোবাইলে করা হয়, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দেওয়ার প্রস্তুতিও ছিল পরিবারের। কিন্তু শেষ পর্যন্ত জীবন রক্ষা হয়নি শিশুটির।

হত্যায় অভিযুক্ত তুহিন প্রায় এক বছর আগে দিনমজুর হিসেবে নিহত তামিমদের বাড়িতে কাজ করতে এসেছিলেন। প্রায় ১৫ দিন আগে আবারও এ গ্রামে এসে ঘটনার দিন তামিমকে নিয়ে বের হন তিনি।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। ১৮ আগস্ট রাতে পার্শ্ববর্তী মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামের একটি জমির আইলে আবর্জনার নিচে চাপা অবস্থায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। মুক্তিপণের দাবিতে শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আটক দুজনের সাতদিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।