বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৯৬
সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে এক জেএমবি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী রয়েছেন।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১২ থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, চলমান অভিযানে মোখলেছুর রহমান (৪৫) নামে আরো এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নিশিন্দারা পাঁচমাইল গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এআরএ/এবিএস