ঈশ্বরদীতে যুবলীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৫ জুন ২০১৬

পাকশীতে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী রুবেল নিহতের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে বুধবার দুপুরে আনন্দ মিছিল বের করা হয়।

মিছিল শেষে রূপপুর মোড়ে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন তার বক্তব্যে রুবেলের মত সন্ত্রাসীদের আটকে আনন্দ প্রকাশ করে বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের শাস্তি হলে শান্তি ফিরে আসবে।

উল্লেখ্য, ঈশ্বরদী থানা পুলিশ বুধবার ভোরে পাকশীর বাঘইল এলাকা থেকে রুবেলকে আটক করে অপর আসামিদের ধরতে তাকে নিয়ে পদ্মা নদীর তীরে গেলে সেখানে ওৎ পেতে থাকা তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। তাকে ঈশ্বরদী হাসপাতালে আনার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি রিভলবার, গুলি ও খোসা উদ্ধার করে।

ঈশ্বরদী থানা পুলিশের ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকালে রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর রাতে হাবিলদার সুজাকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে সন্ত্রীরা।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।