রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৯৯


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৫ জুন ২০১৬

রাজবাড়ী জেলার পাঁচটি থানা এলাকায় চলমান পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ জনকে আটক ও একই সঙ্গে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত অভিযানে এসব আটকসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর নির্দেশনায় জেলার সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলার আওতাভুক্ত এলাকা থেকে ১৯৯ জনকে আটকসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, এদের মধ্যে রাজবাড়ী পুলিশের তালিকাভুক্ত তিনজন সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়ে। চলমান অভিযান অব্যাহত রয়েছে।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।