সাতক্ষীরায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় নিখোঁজ শিশু ফাহিম আহমেদের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কুশখালি সীমান্তের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সে সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল ইসলামের ছেলে। মরদেহের নাক ও কানে রক্তপাতের চিহ্ন রয়েছে।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মায়ের সঙ্গে কুশখালি গ্রামে নানা হাজী মোহাম্মদ আলীর বাড়িতে থাকতো ফাহিম। ফাহিম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছিল তার পরিবার। হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
বিজিবির কুশখালি বিওপি কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আকরামুল ইসলাম/এফএ/এবিএস