বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ফাতেমা বেগম (২৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের স্বামী আরিফুল ইসলাম ও তার শ্যালক ফাহিম (১৩)। হতাহতরা বগুড়া শহরের মালতীনগরের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপেজেলার কোলতাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএ/পিআর